উপাখ্যান: Invigilator কেন আবুল
উপাখ্যান: Invigilator কেন আবুল
(Disclaimer: All the characters and events depicted in this anecdote are entirely fictitious. Any resemblance to actual
events or persons, living or dead, is purely coincidental. )
events or persons, living or dead, is purely coincidental. )
(Character: Invigilator=I Examinee=E Authority=A)
Plot: পরীক্ষার হলে হাতে লেখা সহ E ধরা পড়ার পর
I: (E কে উদ্দেশ্য করে) আপনি হাতে লেখা নিয়ে পরীক্ষার হলে বসেছেন?
E: Sir/Madam, পড়ার সময় লেখেছিলাম মুছতে মনে নাই। এটা এই SUBJEAT-এর না।
I: আপনি হাতের ওপর উত্তর লেখে এনেছেন, আবার বলছেন এই SUBJEAT-এর না। আপনার লেখা কোন SUBJEAT-এর সেটা মিলিয়ে দেখার কোন প্রয়োজন/সময় কোনটাই আমার নাই।
(এরই মাঝে দেখা গেল লেখাটা এই SUBJEAT-এর)
I: আপনি যে বললেন লেখাটা এই SUBJEAT-এর না, আসলে তো লেখাটা এই SUBJEAT-এরই।
E: স্যার/ম্যাডাম মিলে নাই।(অর্থাৎ এটা আজকের পরীক্ষায় আসে নি) ।
I: আবার কথা।
E: Sir/Madam, জীবনেও আমি এমন করি নি। এই প্রথম।
I: আপনার খাতাটা দিন। আপনার যা বলার AUTHORITY কে বলবেন।
( AUTHORITY কে নকলের প্রমাণ সহ খাতা হস্তান্তরের পর)
E: (AUTHORITY কে) জীবনেও আমি এমন করি নি। এই প্রথম। (আগের দাবির পুনরাবৃত্তি)
A: আগে পরে কোন কথা নই। নকল সহ ধরা পড়ার পর আর কোন আলোচনা/ কথা শোনার সুযোগ নাই।
I: ভ্যা ভ্যা ভ্যা ভ্যা (কান্না- নারী কিংবা পুরুষ যেই হোক, কান্না হোল Ultimate Weapon)
A: ( কান্না দেখার পর AUTHORITY) আচ্ছা দেখি কী করা যাই।
( Authority-র আলোচনা)
আসলে তো Student খারাপ নয়/ শেষ পরীক্ষা , ভুল করে ফেলেছে। যাহোক, খাতাটা এবারের মত দিয়ে দেয়া যাই।
A: (E কে উদ্দেশ্য করে) দেখ এবারের মত খাতা নাও (যদিও এর আগে বহুবার তাকে একই কথা বলা হয়েছে) আর কক্ষনো এমন কাজ করবে না
E: আচ্ছা SIR/MADAM আর কক্ষণও কোরব না।
( খাতা নিয়ে পরীক্ষার হলে প্রবেশ) দুচোখ ভরা রাগ+ ঘৃণা নিয়ে I এর দিকে তাকিয়ে বিজয়ীয়ের বেশে আবার পরীক্ষা দিতে বসল।
আর Invigilator, সে বেচারা আবুলার মত চেয়ে চেয়ে দেখল।
No comments:
Post a Comment