জাপানে বসবাসরত চাকুরীজীবী, ছাত্র তাঁর পরিবারকে চাইলে দীর্ঘ সময় ( ৫ বছরের থেকে কম) এর জন্য আনতে চাইলে অবশ্যই COE দিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে।
COE ( Certificate Of Eligibility) জাপান থেকে সংগ্রহ করতে হবে। এজন্য লাগবে-
১। একটা Appropriately filled COE application form
২। Supporting Documents
ফর্ম বিভিন্ন ওয়েবসাইট থেকে পাওয়া যায় Application and Required documents
আমি নিয়েছিলাম এই ওয়েবসাইট থেকে: PDF Excel
Steps
1. Download the application form.
2. Prepare the necessary documents.
3. Apply for a COE at the Immigration Bureau.
4. Receive the COE from the Immigration Bureau.
5. Send the COE via international express mail to your family in your home country.
6. With the COE, family members can apply for a visa at the Embassy of Japan in your home country.
Required documents
- 1. Application Form for each member of your family
- 2. A copy of your Passport (photo page, visa page, and landing permission page)
- 3. A copy of your spouse’s/children’s Passport (photo page)
- 4. A copy of your Resident Card (both sides)
- 5. One Photo for each member of your family (4 cm x 3 cm)*
- 6. Certificate of Enrollment
- 7. Certificate of Scholarship
- 8. A copy of the official marriage certificate in your native language
- 9. A copy of the official marriage certificate translated into English
- 10. A copy of your official birth certificate in your native language
- 11. A copy of the official birth certificate translated into English
- 12. Self-addressed and stamped envelope** (affix a 404 yen stamp for registered mail)
*The photo must have been taken within three months prior to submission.
**Please prepare an envelope; also, please purchase a stamp (404 yen) at a convenience store or post office.
- Please do NOT staple or fold any document.
কাগজপত্রের বিস্তারিত ব্যাখ্যা
Bangladesh থেকে লাগবে1. Marriage certificate (ইংরেজিতে। মুল কপি এবং একটা সত্যায়িত ফটোকপি । দুইটাই
স্ক্যান করে নিবেন। স্ক্যান করে ছবি আকারে নিয়ে সেটাকে পিডিএফ বানিয়েও প্রিন্ট করে নিতে পারেন।) প্রিন্ট করা স্ক্যান কপি জমা দিতে হবে। ( সাথে করে মূল কপি নিতে পারেন, দেখতে চাইলে দেখাবেন। মুল কপি জমা দিলে ফেরত পাওয়া যাবে না।)
2. Nikhanama (বাংলা ও ইংরেজিতে দুইটাই স্ক্যান করে রঙিন প্রিন্ট দিয়ে নিবেন।) প্রিন্ট করা স্ক্যান কপি জমা দিতে হবে। ( সাথে করে মূল কপি নিতে পারেন, দেখতে চাইলে দেখাবেন। মুল কপি জমা দিলে ফেরত পাওয়া যাবে না।)
Notary Public: যদি নোটারি করেন, তাহলে সেটাও দিতে পারেন ( তবে অনেক সময় , তিন মাসের বেশি পুরাতন নোটারি গ্রহণ যোগ্য নাও হতে পারে।) প্রিন্ট করা স্ক্যান কপি জমা দিতে হবে। ( সাথে করে মূল কপি নিতে পারেন, দেখতে চাইলে দেখাবেন। মুল কপি জমা দিলে ফেরত পাওয়া যাবে না।)
3. Passport(wife And Children) (সামনের পেইজের ছবি ; পেইজ ০১ ,০২। যেখানে
পাসপোর্ট নাম্বার ও ছবি সহ অন্যন্য তথ্য
আছে
সেই
পাতার
ছবি
তুলে
দিতে
হবে।
ছবি
কে
পিডিএফ
বানাতে
হতে
পারে। রঙিন প্রিন্ট দিয়ে নিবেন) প্রিন্ট করা স্ক্যান কপি জমা দিতে হবে।
4. Pic(2-3 copy:wife and children) (পাসপোর্টে যেমন ছবি আছে,
তেমন
করে
ভিসার
জন্য
ছবি
তুলতে
হবে। আপনি দেশের ছবির সফট কপি নিয়ে জাপান থেকে ( Family Mart থেকে) সহজেই প্রিন্ট করে নিতে পারবেন)
ভিসার
ছবির
কিছু বৈশিষ্ট:One Photo for each member of your family (4 cm x 3 cm)
5. Family certificate :ইংরেজিতে ইউনিয়ন কাউন্সিল অফিস থেকে ফরম্যাট বানিয়ে নিয়ে গিয়ে সিল সাক্ষর দিয়ে আনতে হবে। মূল সার্টিফিকেট স্ক্যান করে রঙিন প্রিন্ট দিয়ে নিবেন।প্রিন্ট করা স্ক্যান কপি জমা দিতে হবে। ( সাথে করে মূল কপি নিতে পারেন, দেখতে চাইলে দেখাবেন। মুল কপি জমা দিলে ফেরত পাওয়া যাবে না।)
6. Birth certificate
(যদি বাচ্চা থাকে আর বাচ্চার COE form যদি জন্ম নিবন্ধন নাম্বার লিখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই বাচ্চার বাংলা এবং ইংরেজি দুটো ফরম্যাটে বার্থ সার্টিফিকেট দিতে হবে। প্রিন্ট করা স্ক্যান কপি জমা দিতে হবে। ( সাথে করে মূল কপি নিতে পারেন, দেখতে চাইলে দেখাবেন। মুল কপি জমা দিলে ফেরত পাওয়া যাবে না।)
জাপান থেকে সংগ্রহ
করতে
হবে. যিনি জাপানে আছেন তাঁর
1. MEXT Scholarship certificate (Gakumo Gakari-University office) মূল টা জমা দিতে হবে
2. Enrollment (Admission) certificate (Gakumo Gakari-University office or Machine) মূল টা জমা দিতে হবে
3. Zairu card (Both sides- Scan and print) প্রিন্ট করা স্ক্যান কপি জমা দিতে হবে।
4. Student ID card (University; Both sides- Scan and print) প্রিন্ট করা স্ক্যান কপি জমা দিতে হবে।
5. Health card (Ward office -Both sides- Scan and print) প্রিন্ট করা স্ক্যান কপি জমা দিতে হবে।
6. Bank statement (Last six months. আপনার পাস বুকের ট্রান্সাকশন পেইজের ছবি তুলে/স্ক্যান করে পিডিএফ করে নিতে পারেন) প্রিন্ট করা স্ক্যান কপি জমা দিতে হবে।
7. Juminho( Residence certificate) (Ward office (300 yen for one copy)/ convene center-. অলিখিত মেয়াদ তোলার পর থেকে ০৩ মাস) মূল টা জমা দিতে হবে।
8. My number card (Ward Office; Both sides- Scan and print) প্রিন্ট করা স্ক্যান কপি জমা দিতে হবে।
9. Passport( husband/Wife:(photo page, visa page, and landing permission page) (যদি পুরাতন পাসপোর্ট থাকে তাহলে সেটারও পেইজ গুলির ছবি দিতে হবে।) প্রিন্ট করা স্ক্যান কপি জমা দিতে হবে।
10. Visa copy (husband/Wife) প্রিন্ট করা স্ক্যান কপি জমা দিতে হবে। সাধারণত ভিসা আর ল্যান্ডিং পারমিশন পাশাপাশি থাকে। সেক্ষেত্রে একত্রে স্ক্যান করে প্রিন্ট দিতে পারেন।
11. Landing permission page (husband/Wife যদি থাকে) রঙিন প্রিন্ট দিয়ে নিবেন
সাধারণত ভিসা পেইজের সাথের পেইজে ল্যান্ডিং পারমিশন থাকে ( কাজেই এই দুই পেইজ একসাথে প্রিন্ট করে নিতে পারেন।)
12. NID (husband/Wife) (সাথে নিতে হবে। লাগবে কিনা জিজ্ঞেস করে, দরকার হলে দিতে হবে।) প্রিন্ট করা স্ক্যান কপি জমা দিতে হবে।
Sample
COE দেশে পাঠানো ( যদি ই-মেইলে COE পান তাহলে মেইল ফরওয়ার্ড করলেই হবে আশা করা যায়)
📍সব ঠিক থাকলে আবেদন জমা দেয়ার পর COE পেতে অফিসিয়ালি সময় লাগার কথা ০৩ সপ্তাহ। কিন্তু অফিস এবং এলাকা ভেদে ০৩ মাস (৯০ দিন)পর্যন্ত ( কিংবা এর চেয়েও বেশি) সময় লাগতে পারে।
📍COE পাওয়ার পর জাপান পোস্টের মাধ্যমে নরমাল ( ৩৪০ ইয়েন) অথবা EMS (1900~2000¥) কিংবা অন্য কোন ইন্টারন্যাশনাল কুরিয়ারে পাঠাতে পারেন। EMS এর সাথে ইন্সুরেন্স করে দিলে আরও ৫০০¥ লাগতে পারে।
📍নরমাল এবং EMS দুটোই প্রায় ৭~১৫ দিন বা এর কাছাকাছি সময়ে বাংলাদেশে পৌছায়। EMS করলে আপনি ট্রাকিং করতে পারবেন। (যেমন নীচের নমুনা দেখতে পারেন।)
কন্নিচিউওয়া
ভিসা আবেদনের জন্য লাগবে
Dependent (Dependent, long-term residence)
কোন কাগজে এবং ছবিতে পিন মারা যাবে না। যতজন আবেদন করবেন,
প্রত্যেকের জন্য এক সেট ডকুমেন্ট মূল এবং এক সেট ডকুমেন্ট ফটোকপি আলাদা ফাইলে করে নিতে হবে। নিচে একটা ছবি আকারে লিস্ট দেয়া আছে।1. Application form (পুরন করে প্রিন্ট দিয়ে নিয়ে যাবেন। সাথে ব্লাঙ্ক একাধিক ফর্ম নিতে পারেন। যদি পুরন করার প্রয়োজন হয় সেজন্য।)
2. Valid Passport and Photocopy যিনি আসবেন তাঁর/তাদের সবার মূল পাসপোর্ট এবং তাঁর ফটোকপি
3. Old Passport (if any) and Photocopy
4. One Photo (2 inch X 1.4 inch)
5. Certificate of Eligibility (COE) এবং এর একটা স্ক্যান কপি রঙিন প্রিন্ট দিয়ে নিবেন
6. Special Marriage Certificate, Hindu/Christian/Buddhist Marriage Registration/ Nikahnama (Bangla, English both) from Legal Marriage Registrar (কাবিন নামা, ইংরেজি নিকাহ নামা, ইংরেজি ম্যারেজ সার্টিফিকেট, নোটারী পাব্লিক)
7. School certificate (if any) ( যিনি ভাইভা দিতে যাবেন তাঁর অনার্স, মাস্টার্সর সার্টিফিকেট এবং ফটোকপি)
8. Family certificate issued by a governmental institute from Bangladesh (if any) (ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া ফ্যামেলি সার্টিফিকেট এবং তাঁর ফটোকপি)
9. Passport copy of spouse who is in Japan including all visa pages (জাপানে অবস্থানরত স্বামী/স্ত্রী র )
10. Zairyu Card copy of guarantor/spouse (জাপানে অবস্থানরত স্বামী/স্ত্রী র )
11. Airline Booking Slip (যিনি জাপান আসবেন তাঁর )
Required
additional documents (Original & Photocopy)
1. Bank
Statement for 6 months (applicant, guarantor, other)
2. Tax-Income certificate & paid amount receipt (Personal, Company) for 1/2/3
years
3. Old Passport (Original, Photocopy of all pages, Identification pages, All used
pages)
4. Eligibility certificate
5. Employment Certificate (Applicants, Others)
6. Birth Certificate (applicant, others)
7. Valid Airlines Booking slip, Hotel booking documents
8. National ID Card (Applicant, Others)
9. Invitation letter, Guarantee letter, Details visit Schedule using MOFA format
(Original, PDF)
10. Family Registration Certificate, so-called" Koseki To-hon" of
Japanese Relatives.
11. Resident Certificate, so-called "JYUMINHYO" of (guarantor, other)
12. Marriage Certificate, Nikahnama, Affidavit of Marriage in English, Bangla from
Kazi
13. Company Registration of Japanese Company (It is called To-Kibo To-hon)/Trade
License of Bangladesh
14. Document certifying company activities (Brochures,
Leaflets, Newspaper Clippings, Company photos, etc.)
15. Document explaining up to marriage, Marriage Photos with family members.
16. Payment receipt (Japan side) and remittance receipt (Bank in Bangladesh)
17. Academic Certificate, Registration Card, Marksheets of S.S.C, H.S.C, Bachelor
or Masters.
18. Family tree with necessary Passport copy/NID/Nikahnama to prove the relationship
with guarantor or guarantor's family members.
Others:
19. Student ID Card (Guarantor)
20. Certificate (Guarantor)
কাগজের দুই সেট এভাবে সাজিয়ে নিতে পারেন
ভাইভার জন্য প্রশ্ন ( একেক জনের জন্য একেক রকম হতে পারে)
❓পাসপোর্ট নাম্বার কত?
❓শ্বশুর- শ্বাশুড়ির নাম কি?
❓Husband Japan এ কোথায় থাকে?
❓কেন গেছে?
❓দেশে কি করত?
❓উনি কি ছুটি নিয়ে গেছে নাকি চাকরি ছেড়ে গেছে? (যদি দেশে চাকরি করত তাহলে)
❓বিয়ে কবে হয়েছে?
❓বাচ্ছা কবে হয়েছে?
❓আপনি কি করেন?
❓আপনি কেন জাপান যাবেন?
(স্বামীর সাথে থেকে উনাকে মেন্টাল সাপোর্ট দেয়ার জন্য।)
❓আপনার পরিবারের আর কেউ জাপানে থাকে?
জাপানে আসার পর
জাপানে আসার পর
-ওয়ার্ড অফিসে গিয়ে আপানার জাইরু কার্ডে ঠিকানা বসায়ে আনতে হবে। (বাসা চেঞ্জ করলে জাইরু কার্ড এবং মাই নাম্বার কার্ডের জন্য প্রযোজ্য হবে।)
- ইন্স্যুরেন্স চেঞ্জ করতে হবে।৩০০০ ইয়েন হবে। (২০২৪)
- বাচ্চা থাকলে বাচ্চার জন্য মাসিক ভাতার আবেদন করতে হবে।
- বাচ্চার স্পেশাল হেলথ কার্ড করতে হবে। ( এজন্য বাবা মা র মাই নাম্বার কার্ড লাগবে)
মাই নাম্বার কার্ডের জন্য একটা কাগজ ( ১৫ দিন পর বাসার ঠিকানায় আসে) আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
- ওয়ার্ড অফিসে বইয়ের প্রমান পত্র হিসেবে অরিজিনাল ম্যারেজ রিলেটেড ডকুমেন্টস দেখাতে হতে পারে।
- পাসপোর্টে অনেক সময় স্বামী/ স্ত্রী র নাম থাকে । আর বাচ্চার পাসপোর্টে বাবা মার নাম থাকে।
-ওয়ার্ড অফিসের কাজ শেষ করে, জাউরু কার্ড ও পাসপোর্ট নিয়ে ইমগ্রেশন অফিসে যেতে হবে। সেখান থেকে পার্ট টাইম জবের অনুমতি নিতে হবে।
- এরপর ব্যাংক একাউন্ট যত দ্রুত হবে, তত তাড়াতাড়ি মোবাইল নিতে পারবেন। ৬ মাসের আগে rakuten ক্রেডিট কার্ডের জন্য আবেদন না করাই ভাল। আর ৬ মাসের আগে, JRF Remit, Payforex থেকে সরাসরি টাকা পাঠাতে পারবেন, জমা করে নয়।
।
No comments:
Post a Comment