বরাবর
পরিচালক,
কেন্দ্রীয় বিজ্ঞান গবেষণাগার,
পরিচালক,
কেন্দ্রীয় বিজ্ঞান গবেষণাগার,
রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।
বিষয়ঃ গবেষণা কাজের নিমিত্তে প্রয়োজনীয়
ডাবল ডিস্টিলড ওয়াটারের জন্য আবেদন ।
মাধ্যমঃ সভাপতি, ফার্মেসি বিভাগ, রাজশাহী
বিশ্ববিদ্যালয়, রাজশাহী -৬২০৫ ।
জনাব,
সবিনয় নিবেদন এই যে , আমি এম.ফার্ম. থিসিস গ্রুপের একজন নিয়মিত ছাত্র।আমার থিসিসের বিষয় ‘‘Isolation and characterization of anticholinesterase agents and antioxidants from the polyphenols of Loranthus globosus.’’ উক্ত কাজ সম্পন্ন করার জন্য আমার ২০ লিটার ডাবল ডিস্টিলড ওয়াটারের প্রয়োজন ।
সবিনয় নিবেদন এই যে , আমি এম.ফার্ম. থিসিস গ্রুপের একজন নিয়মিত ছাত্র।আমার থিসিসের বিষয় ‘‘Isolation and characterization of anticholinesterase agents and antioxidants from the polyphenols of Loranthus globosus.’’ উক্ত কাজ সম্পন্ন করার জন্য আমার ২০ লিটার ডাবল ডিস্টিলড ওয়াটারের প্রয়োজন ।
অতএব ,জনাবের নিকট আমার আকুল আবেদন, আমার কাজ সম্পন্ন করার জন্য আমাকে উপরোক্ত পরিমাণ ডিস্টিলড ওয়াটার প্রদান করে বাধিত করবেন।
তারিখঃ বিনীত
নিবেদক
মোঃ ইমরান নূর মানিক
রোলঃ০৯০৬৫৩৩৮
সেশানঃ ২০১২-১৩
এম.ফার্ম. (থিসিস)
ফার্মেসি বিভাগ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়,
রাজশাহী -৬২০৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়,
রাজশাহী -৬২০৫
সভাপতি:
No comments:
Post a Comment