Thursday, April 22, 2021

ব্যবসার মূলধন এবং দোকানের যাকাত

 প্রশ্নঃ  দিদারুল ইসলাম ব্যবসায় ৬,৫০,০০০/= invest করেছে। তার invest এর খাত সমূহ নিম্নরূপ ১। ব্যবসার দোকান ভাড়ার অগ্রিম= ১৫,০০০/=
২। মাসিক ভাড়া= ৮
,০০০/=
৩। দোকানের জন্য আসবাব= ১২
,০০০/=
৪। ব্যবসার জন্য
machinery ( উৎপাদন কাজে ব্যবহার করা হবে)=১,৬০,০০০/=
৫।দোকানে বিক্রয়ের জন্য কেনা মালামাল= ১
,৮০,০০০/=
৬। হাতে আছে নগদ= ৫০
,০০০/=

উপরোল্লিখিত খাত সমুহের বিবেচনায় ১। দিদারের জন্য যাকাত যোগ্য (অর্থের ) খাত সমূহ কোনগুলো
? ২। দিদার কিভাবে যাকাত হিসাব করবে? ( উপরের টাকা অনুযায়ী কত পরিমান যাকাত দেয়া লাগবে?)

উত্তরঃ 
১.  ১, , ৬ যাকাত যোগ্য খাত। ১ নম্বরের যাকাত এখনও দিতে পারবে, হাতে আসলে দিলেও হবে। ৫ নম্বরের পাইকারি মূল্যের যাকাত দিবে।

২. যদি ব্যবসা চলমান থাকে তাহলে, ১ নম্বরের যাকাত প্রতিবছর আদায় করতে হবে, তবে হাতে আসার পর সব বছরের টা এক সাথে দিলেও হবে । উল্লেখ্য ১ নম্বরের যতটুকু কর্তন হবে তার যাকাত দিতে হবে না; আর যদি পুরাটাই অগ্রিম ভাড়া হয় তাহলে কোন যাকাত নাই ।

No comments:

Post a Comment