Sunday, July 28, 2019

Freshers Reception and Farewell Formal Part

Freshers Reception and Farewell Formal Part at Pharmacy, NUB

Sequence of Program


০১। উপস্থাপকের স্বাগত বক্তব্য।
১.১। অতিথিদের Introduction
০২। অনুষ্ঠান শুরুর জন্য সভাপতির অনুমতি প্রার্থণা। 
০৩। অতিথিদের আসন গ্রহণ।
০৪। পবিত্র কোরআন থেকে তেলওয়াত।
০৫। অতিথিদের ফুল দিয়ে বরণ।🞷
০৬। Video display (About the department)
০৭। Welcome Speech-Will be delivered by DTH
(৩  টা Apron  অতিথিদের সামনে রেখে আসতে হবে।)  
০৮। White Coat Ceremony-( Will be provided  to the CR’s by 1.Chief Guest/Pro-VC    2. VC   & 3.Guest of Honour)
০৯। নবীনদের ফুল দিয়ে বরণ।🞷
১০। নবীনদের মধ্য থেকে  speech.-শামিম (2B) + শান্ত (1A)
১১। বিদায়ীদের speech.- সাদি (20th ) ; মাজাহারুল ইসলাম শামিম (21 th )
১২। Speeches From:
(With Chairman)
(Without Chairman)
Registrar
🠗
Registrar
🠗
Pro- VC
🠗
Pro- VC
🠗
VC
🠗
Guest of honour
🠗
Guest of honour
🠗
VC
🠗
Chairman sir(Chief guest)
🠗
Chairman sir-এর বাবা (যদি থাকেন)
🠗
Chairman sir-এর বাবা (যদি থাকেন)
🠗

🠗
১৩। Distribution of Crests, Certificates, Prizes.(As per the following order)
১৩.১ Crest for Guest of honour. 🞷
১৩.২ Best students and Organiser awards (Certificate+ Crests). 🞷
১৩.৩ Video induction + Crest for the outgoing students. (Will be conducted simultaneously). 🞷
১৩.৪ Prize distribution for the Cricket tournament (Only Champion and Runner up). 🞷৬ 
(Announcement: Rest of the prizes for the cricket tournament will be distributed afterwards).
১৪ সমাপনি বক্তব্য- Will be delivered by DHR


30 minutes break then 2nd Half


🞷১;  🞷২ ; 🞷৩  ;🞷৪ ; 🞷৫ ; 🞷 তারকা চিহ্নিত point গুলোর বিস্তারিত পরবর্তী page এ।
Details of the Programme 


০১। উপস্থাপকের স্বাগত বক্তব্য। (See Below)
হৃদয় বীণার তরে সুরে সুরে,
তোমাদের করছি বরণ,
শুভ হোক তোমাদের আগমন।

প্রিয় সুধী, আসসালামুআলাইকুম, আজ ২৮শে জুলাই,২০১৯, ১০ই শ্রাবণ, ১৪২৬ বঙ্গাব্দ। এমনো ঘোরো বরষায়, বৃষ্টির কলতানে আমরা মিলিত হয়েছি ৩১/৩২/৩৩তম ব্যাচের নবীনবরণ ও ২২/২৩/২৪তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা দেয়ার জন্য।

ফার্মেসী বিভাগের পক্ষ থেকে আমি সাইমাহ বিনতে তুসি এবং আমি সানজিদা ইসলাম আজকের নবীনবরণ ও বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত গেস্ট অফ অনার, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অতিথি, সভাপতি, শিক্ষক/শিক্ষিকাবৃন্দ এবং নবীন ও বিদায়ীসহ সকল শিক্ষার্থীদেরকে জানাই সাদর সম্ভাষণ।

আমাদের আজকের অনুষ্ঠানটিকে সাজানো হয়েছে দুটি অংশে। প্রথম অংশে রয়েছে নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা। দ্বিতীয় অংশে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসো হে নবীন
এগিয়ে চলো অবিরাম অন্তহীন।
ভোরের সূর্যের প্রথম আলো
স্বপ্নের ডানা মেলে জয়ের অগ্নি হৃদয়ে ঢালো।

নবীনেরা, তোমাদের অভিবাদন। কি দিয়ে করবো তোমাদের বরণ। তোমাদের করতে বরণ, আজ আমাদের এই বিশেষ আয়োজন।ফার্মেসী বিভাগ শুধু একটি বিভাগ নয়, সত্যিকার অর্থে এটি একটি পরিবারের মতো।

এই বিভাগের ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবারের মতো ৩১/৩২/৩৩তম ব্যাচের নবীনদেরকে আমাদের ফার্মেসী বিভাগের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে যাচ্ছি।তারই সাথে আজ ২২/২৩/২৪তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা। 

যেতে নাহি দিবো হায়,
তবু যেতে দিতে হয়,
তবু চলে যায়।

প্রকৃতপক্ষে এ বিভাগে বিদায় বলতে কিছু নেই। সবাইকে যেমন নাড়ির টানে মূলে ফিরে যেতে হয়, তেমনি আজকের এই বিদায়ী শিক্ষার্থীরাও ফার্মেসি বিভাবের সাথে একাত্ব হয়ে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা।


১.১। অতিথিদের Introduction (See Below)
আমাদের আজকের অনুষ্ঠানেরঃ
* প্রধান অতিথি হিসেবে রয়েছেন প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ, চেয়ারম্যান, NUB Trust
* গেস্ট অফ অনার হিসেবে রয়েছেন জনাব মোঃ মাহমুদুল হক,  সেক্রেটারি, ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশ
* বিশেষ অতিথি হিসেবে রয়েছেন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ূন কবির, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের  সম্মানিত ট্রেজারার প্রফেসর ডক্টর মুশারফ মোহাম্মদ হুসেইন, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ইনচার্জ প্রফেসর ডক্টর কাজি শাহাদাৎ কবির
*আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন প্রফেসর ডক্টর হারুন অর রশীদ, হেড অফ ডিপার্টমেন্ট, ফার্মেসী বিভাগ।


০২। অনুষ্ঠান শুরুর জন্য সভাপতির অনুমতি প্রার্থণা। 
এখন অনুষ্ঠানের মূল পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য সম্মানিত সভাপতির নিকট অনুমতি প্রার্থনা করছি।
০৩। অতিথিদের আসন গ্রহণ।
এ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত সভাপতি মহোদয়কে আমাদের অথিথিবৃন্দকে সাথে নিয়ে আসন গ্রহণ করার জন্য।
০৪। পবিত্র কোরআন থেকে তেলওয়াত।
শুরু করছি, পবিত্র কোরআন তিলাওয়াত দিয়ে। তিলাওয়াত করতে আসছেন ২৬তম ব্যাচের শিক্ষার্থী কামরুজ্জামান সিয়াম।
০৫। অতিথিদের ফুল দিয়ে বরণ।🞷
এবারে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নিতে আসছেন ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা।
০৬। Welcome Speech-Will be delivered by FT mam
এখন নবীন এবং বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় ফাতেমা তাবাসসুম ম্যাডামকে।
০৭। (৩  টা Apron  অতিথিদের সামনে রেখে আসতে হবে।)  
০৮। White Coat Ceremony-( Will be provided  to the CR’s by 1.Chief Guest/Pro-VC    2. VC   & 3.Guest of Honour)
And  নবীনদের ফুল দিয়ে বরণ।🞷
এবার নবীনদের ফুল এবং অ্যাপ্রোন দিয়ে বরণ করে নেবার পালা। ৩১/৩২/৩৩তম ব্যাচের শিক্ষার্থীদের অনুরোধ করবো মঞ্চের বাঁ দিকে এসে অবস্থান করার জন্য। নবীনদের ফুল দিয়ে বরণ করে নিবেন আমাদের বিভাগের বর্তমান শিক্ষার্থীরা এবং তাদের হাতে অ্যাপ্রোন তুলে দিবেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ।


০৯। Video display (About the department)
এ পর্যায়ে মঞ্চের ডানদিকে একটি ডকুমেন্টারি উপভোগ করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি ।
১০। নবীনদের মধ্য থেকে  speech.-শামিম (2B) + শান্ত (1A)
এবারে নবীনদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করার জন্য ৩১তম ব্যাচের শিক্ষার্থী আনিকা, ৩২তম ব্যাচের শিক্ষার্থী আবিদা এবং ৩৩তম ব্যাচের শিক্ষার্থী প্রণয় রায়
১১। বিদায়ীদের speech.- সাদি (20th ) ; মাজাহারুল ইসলাম শামিম (21 th )
এখন বিদায়ীদের পক্ষ থেকে তাদের স্মৃতিচারণ ব্যক্ত করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি --- তম ব্যাচের শিক্ষার্থী ---
১২। Speeches From:
Treasurer 
এখন আমাদের নর্দান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. মুশারফ মোহাম্মদ হুসেইন স্যারকে নবীন এবং বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।


🠗
Pro- VC
এবার আমাদের নর্দান বিশ্ববিদ্যালয়ের সম্মানিতPro Vice Chancellor প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ূন কবির স্যারকে নবীন এবং বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।


🠗
VC
এ পর্যায়ে নবীন এবং বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের নর্দান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যারকে


🠗
Guest of honour
এখন আমাদের সম্মানিত গেস্ট অফ অনার, সেক্রেটারি অফ ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশ, মোঃ মাহমুদুল হক স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।

১৩। Distribution of Crests, Certificates, Prizes.(As per the following order)


১৩.১ Crest for Guest of honour. 🞷
Crest for guest: এবারে আমাদের সম্মানিত Guest of honour মোঃ মাহমুদুল হক স্যার এর হাতে ক্রেস্ট তুলে দিয়ে অলংকিত করবেন আমাদের প্রোফেসর ড. হারুন অর রশিদ স্যার।
১৩.২ Best students and Organiser awards (Certificate+ Crests). 🞷
Award of Excellence: ২২ তম ব্যাচের লামিয়া লাতিফ তনয়া 'র হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত রেজিস্টার ইনচার্জ ড. কাজী শাহাদাৎকবির স্যার।
২৩ তম ব্যাচের সুমাইয়া তাবাসসুম এর হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের নর্দার্ন বিশ্ব দিদ্যালয়ের  ট্রেজারার প্রফেসর ড. মুশারফ মোহাম্মদ হুসেইন স্যার।
২৪ তম ব্যাচের দিপ্তি রানী রয় এর হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত  Pro Vice Chancellor  প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির স্যার।
১৩.৩ Video induction + Crest for the outgoing students. (Will be conducted simultaneously). 🞷
C) Crest for students: 
এবারে আমাদের অতিথিবৃন্দ বিদায়ী ২২/২৩ এবং ২৪তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরন করবেন।
১৩.৪ Prize distribution for the Cricket tournament (Only Champion and Runner up). 🞷৬ 


(Announcement: Rest of the prizes for the cricket tournament will be distributed afterwards).
১৪ সমাপনি বক্তব্য- Will be delivered by DHR
সূর্যের উদয় হয়, আবার অস্ত যায়,
সকল কিছু সেই নিয়মেই চলে।
কিন্তু বাস্তব জীবনের পথ এত মসৃণ নয়।
জরাজীর্ণ এই পথে, এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুষ্ঠু পরিচালনার।
যার সুদৃঢ় মনোবলে, দক্ষ পরিচালনায়, নিষ্ঠায়, আত্মত্যাগে, প্রেরণায় ফার্মেসী বিভাগ এগিয়ে চলেছে এক নতুন দিগন্তে। তিনি হলেন আমাদের আজকের এই অনুষ্ঠানেরসম্মানিত সভাপতি প্রফেসর ড. হারুন অর রশিদ স্যার। স্যারকে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।


30 minutes break then 2nd Half


🞷১;  🞷২ ; 🞷৩  ;🞷৪ ; 🞷৫ ; 🞷 তারকা চিহ্নিত point গুলোর বিস্তারিত
🞷: অতিথিদের ফুল দিয়ে বরণ।
নিন্ম বর্ণিত student রা ফুল (ফুলের তোড়া) নিয়ে ready থাকবে। Announce  করার সাথে সাথে গিয়ে respective guest কে ফুল প্রাদান করবে।
  1. Chief guest- রুবি (8A)
3. VC – আফছাণা (8A)
  1. Guest of Honour- জেসমিন(8A)
4. Pro VC- রুনা  (8A)

🞷: নবীনদের ফুল দিয়ে বরণ।
নিন্ম বর্ণিত student রা ফুল (stick) নিয়ে ready থাকবে। Announce  করার সাথে সাথে গিয়ে Batch wise student দের কে ফুল প্রাদান করবে।
1A: আয়েশা (1226-4A);  কণিকা(6A); বীথি (6A) 
2A 2B: নয়ন (6A); সানজিদা (6A);  প্রিয়া (4A); রুমা (6A); ইশরাত (4A)
🞷: Crest for Guest of honour.
Guest of honour  কে Crest  প্রদান করবেন Chairman/VC  sir. Co-ordinator রা Crest  নিয়ে ready থাকবে এবং Announce  করার সাথে সাথে পৌছিয়ে দিবে।-Asadujjaman (6A)

🞷: Best students  and Organizer awards (Certificate+ Crests).
Best students awards (Certificate+ Crests) প্রদান করবেন VC sir. 
নিন্ম বর্ণিত student রা Certificate and Crest  নিয়ে ready থাকবে। Announce  করার সাথে সাথে গিয়ে VC sir কে Certificate and Crest  পৌছিয়ে দিবে। Best student: Mithila (20th ) + Mahbuba (21th
  1. রুবি (8A)     2.  মিরা (8A)     3. রুমা (6A)
Best Organiser: Ahsanul Habib Patowary (21st )

🞷: Crest for the outgoing students
Outgoing students দের Crest  প্রদান হাতে হাতে সম্পাদিত হবে। অর্থাৎ যারা মঞ্চে উপবিষ্ট থাকবেন তারাই প্রদান করবেন।. Co-ordinator দের Crest  নিয়ে ready থাকতে হবে এবং Announce  করার সাথে সাথে পৌছিয়ে দিবে। 
Notice: 1. Crest প্রদান এবং  Video induction  for the outgoing students একই সাথে অনুষ্ঠিত হবে।
  1. নাম  Announce  করার সাথে সাথে  outgoing student  রা crest  নিয়ে নিবে। এক্ষেত্রে নাম ধরে  crest  না নিয়ে বরং আগে নিয়ে পরে ঠিক থাক করে নিতে বলা হচ্ছে।


🞷: Prize distribution for the Cricket tournament (Only Champion and Runner up).
 Champion দের TROPHY  প্রদান করবেন- VC sir. গ্রহণ করবে-Munna  পৌছিয়ে দিবে।-Riaj (8A)
Runner up দের TROPHY প্রদান করবেন- Pro-VC sir. গ্রহণ করবে-Tushar  পৌছিয়ে দিবে।-Redwan (5A)
Co-ordinator রা TROPHY  নিয়ে ready থাকবে। এবং Announce  করার সাথে সাথে পৌছিয়ে দিবে। বাকী পুরস্কার অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে দেয়া হবে। 


Co-ordination & Arrangement of Crests, Certificates, Prizes and flowers: Riaj (8A);
Nazmul (6A); Redwan (5A); Asadujjaman (6A)
Faculty: SH, INM, RIR/MH Admin: Mariam Begum
Reception


Ground Floor
ফুল ছিটানো ও বরন
সাদিয়া (8A) ; সূবর্ণা (8A)  ; সারমিন (8A) ; জেসমিন (8A)  
Co-ordiator- রুনা  (8A) 
Admin: তাহমীদা  MAM   
Faculty: DHR, Dulal vy
[বিশেষ দ্রষ্টব্যঃCollect: Flower Baskets, Scissors and Ribbon]


9th   Floor 
ফুল ছিটানো ও বরন
মুক্তা (5A) ; শান্তা (8A); মিথিলা (8A) ; পিংকী (6A) 
Co-coordinator-রুবি (8A)
Admin: মোরিয়োম MAM 
Faculty: SM
[বিশেষ দ্রষ্টব্যঃCollect: Flower Baskets, Scissors and Ribbon]


Lunch
প্রত্যেক CR তার  BATCH  এর স্টুডেন্ট দের ATTENDANCE  নিয়ে রাখবে। বেলা ১১.০০ টার মধ্যে TOTAL NO. (of student per batch) MA-Sir  এর কাছে জমা দিবে।


ROOM
Batch
Teacher
701
4A & 4B
SH
702
5A & 8A
RIR
703
3A; 6A & 7A
MY
801
1A
SZ
802
2A & 2B
INM
803
Outgoing
DTH

ROOM
Batch
701
4A & 4B
702
5A & 8A
703
3A; 6A & 7A
801
1A
802
2A & 2B
803
Outgoing




No comments:

Post a Comment