প্রথমে কাছের কোনো পুলিশ স্টেশনে গিয়ে আবেদন করতে হবে
ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হলে, প্রথমে আপনাকে আপনার কাছের কোনো পুলিশ স্টেশনে যেতে হবে। সেখানে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু করার জন্য এটি প্রথম এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ।-
এরপর সরাসরি ড্রাইভিং সেন্টারে যেতে হবে রিটেন পরীক্ষার জন্য
একবার আবেদন করার পরে, পরবর্তী ধাপে আপনাকে সরাসরি ড্রাইভিং সেন্টারে যেতে হবে রিটেন (লিখিত) পরীক্ষার জন্য। তবে, যদি ড্রাইভিং সেন্টারে পরীক্ষার জন্য অনলাইনে রিজার্ভেশন নেওয়ার প্রয়োজন হয়, তাহলে আপনাকে আগে অনলাইনে রিজার্ভেশন করে নিতে হবে, এবং পরে ড্রাইভিং সেন্টারে যেতে হবে। পরীক্ষার দিন এবং সময় সম্পর্কে বিস্তারিত তথ্য আবেদন ফরমে উল্লেখ থাকবে, তাই সেই অনুযায়ী সেন্টারে উপস্থিত হতে হবে। -
১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে
লিখিত পরীক্ষাটি ১০০ নম্বরের হবে, যেখানে Chubu Driving License Center, Shizuoka Prefecture-এ ৪৮টি প্রশ্ন ছিল। এর মধ্যে ৪৬টি প্রশ্নের জন্য প্রতি প্রশ্নে ২টি মার্কস এবং ২টি প্রশ্নের জন্য প্রতি প্রশ্নে ৪টি মার্কস দেওয়া হয়। পরীক্ষা মোট ৩০ মিনিট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। পরীক্ষার পরে কিছু সময়ের মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন। পরীক্ষার দিন প্রথমে গিয়ে চোখ পরীক্ষা করা হবে, যাতে সিগনাল কালারগুলি সঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা তা পরীক্ষা করা হয়। -
পরীক্ষায় পাস করার পর একটি প্রাকটিক্যাল কোর্স করতে হবে
লিখিত পরীক্ষায় পাস করার পর, আপনাকে একটি প্রাকটিক্যাল কোর্স করতে হবে, যা আসলে গাড়ি চালানোর জন্য বাস্তব শিক্ষা দেয়। এটা মনে রাখতে হবে যে, রিটেন পরীক্ষার আগেও আপনি এই কোর্সটি করতে পারেন। কোর্সের জন্য, ড্রাইভিং সেন্টার থেকে যেই ফোন নম্বর দেওয়া হবে, সেই নম্বরে কল করে আপনার কোর্সের জন্য রিজার্ভেশন করতে হবে। কোর্সটি খুব সহজ এবং প্রায় ৩.৫ ঘণ্টার সময় নেবে। কোর্সের মধ্যে, কিছু সময় জাপানিজ ভাষায় নির্দেশনা দেওয়া হবে এবং পরে বাস্তবে গাড়ি চালানোর প্র্যাকটিস করানো হবে। কোর্স শেষ করার পর, একটি সার্টিফিকেট দেওয়া হবে, যা আপনি সেন্টারে জমা দিলে আপনার লাইসেন্স পেয়ে যাবেন।
পরীক্ষার প্রস্তুতির জন্য বই
আপনি যদি লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে চান, তাহলে দুটি বই উপকারী হতে পারে।
প্রথম বইটি কিছুটা বড়, তবে এক-দুইবার পড়লে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। দ্বিতীয় বইটি এক-দুবার পড়লে সঠিক প্রস্তুতি নেওয়া সম্ভব, তবে প্রথম বইটি পড়া শুরু করলে বিষয়গুলো বুঝতে অনেক সহজ হবে। প্রথম বইয়ে সবকিছু ছবি সহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে।
বই ১: লিংক
বই ২: Rules of the Road (এটি Amazon-এ পাওয়া যায়)
First, you need to visit a nearby police station to apply.
To apply for a driving license, the very first step is to visit your nearest local police station. There, you will need to complete and submit an official application form to formally begin the licensing process. This initial step is crucial to get started.
Next, you will need to go directly to the driving center for the written test.
After submitting your application at the police station, the next step is to proceed directly to the designated driving center to take the written (theoretical) examination. However, it's essential to verify if the driving center requires advance online reservations for the written test. If online booking is necessary, make sure to complete the reservation process before traveling to the center. Your initial application should indicate the specific date and time you are scheduled to arrive for the test.
The written test is a 100-point exam.
The written examination is graded out of a total of 100 points. Specifically, at the Chubu Driving License Center in Shizuoka Prefecture, past exams have consisted of 48 questions. Among these, 46 questions were worth 2 points each, and the remaining 2 questions carried a weight of 4 points each. You will be allotted 30 minutes to complete the test. The results will be announced shortly after the examination concludes. On the day of the test, before the written portion, you will first undergo a preliminary eye examination to confirm your ability to accurately distinguish traffic signal colors.
If you pass the written test, you need to complete a practical course.
Upon successfully passing the written examination, the subsequent requirement is to complete a practical driving course. This course provides hands-on instruction on how to operate a vehicle safely and correctly. It's worth noting that in some cases, you might be able to take this practical course even before attempting the written test, so it could be something to inquire about. To enroll in the practical course, you will need to contact the driving center using the phone number they provide to make a reservation. The course typically lasts around 3.5 hours and involves instruction given in Japanese, followed by practical demonstrations and exercises in driving. After you successfully complete the practical course, you will be awarded a certificate, which you will then submit to the driving center to receive your official driver's license.
Books for test preparation:
To effectively prepare for the written examination, there are two recommended study materials.
The first book, while quite comprehensive in length, will provide a clear understanding of all the necessary concepts if you dedicate time to reading it once or twice. The second book serves as a reinforcement of the rules and can be reviewed once or twice after you've gone through the first one. Attempting to study the second book before the first is generally not recommended, as it may be more challenging to grasp the information without the foundational knowledge provided in the first book. The first book is particularly helpful because it utilizes pictures and detailed explanations to illustrate the concepts, making them easier to comprehend.
External link
01:Training for a Japanese Driving License and Useful Information about the Process
02: How to Get Your Scooter License in Japan: A Complete Guide